শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / 57

বগুড়ার সান্তাহারে রেলওয়ে থানা এলাকার আক্কেলপুর ভদ্রখালী রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়(৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে । শনিবার সন্ধায় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মত্যু হয়েছে বলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে। জানা গেছে,শনিবার সন্ধায় ওই ব্যক্তি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভদ্রখালী রেলক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে । পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ । সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল বাসার জানান, লাশের কোন পরিচয় না পাওয়ায় রোববার ময়না তদন্তের জন্য জয়পুহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে ।