শিরোনাম ::
নোটিশ ::
কাহালুতে ভটভটি উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু

আব্দুল মতিন, কাহালু(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / 30

রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডের পার্শ্বে এ বি সি টাইলস কারখানার সামনে ভটভটি উল্টে চাপা পড়ে নীল কমল সাহা (৫৫) নামক এক মাছ ব্যবসায়ী ঘটঁনাস্থলে মারা গেছে।
নিহত নীল কমল সাহা নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল পানিতাপাড়া গ্রামের খগেন্দ্র নাথের ছেলে।
জানা গেছে, নিহত নীল কমল সাহা একজন মাছের খাদ্য ব্যবসায়ী।
কাহালু থানার এস আই রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।