সোনাতলায় আওয়ামী লীগের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / 14

বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার দলীয় কার্যালয়ে “আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া- আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম.আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জাকির হোসেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত,বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জয়,জোড়গাছা ইউপির সাবেক চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রাজেন্দ্র প্রসাদ, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মণ্ডল, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রেজাউল করিমসহ আরও অনেকে।