বগুড়ার সোনাতলায় ব্যবসায়িদের সাথে গত শনিবার মতবিনিময় সভা করেন বগুড়া-১আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল সিআইপি।
পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রি সুরঞ্জিত সেন গুপ্তের পিএস লুৎফর রহমান নবাব,বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা,কাহালু উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রওশন আরা আক্তার,সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শামছুল হক মন্ডল,প্যানেল মেয়র মশিউর রহমান রানা,ভিপি জুলফিকার আলী দারা,বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ, সোনাতলা কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালতজ্জামান, তেকানীচুকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার প্রমুখ।