মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

- আপডেট সময় : ০৪:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / 40

দীর্ঘ ১১ বছর পর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তারেক আকন্দকে গ্রেফতার করছে র্যাব-০৫ জয়পুরহাট ক্যাম্প। জয়পুরহাট র্যাব -৫ ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ০২:৩০ ঘটিকার সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চকৌস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর এলাকা হতে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ তারেক আকন্দ (২৯), পিতা-মোঃ এনামুল আকন্দ ,সাং-রতনপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। প্রেস বিজ্ঞপ্তিতে জানান ২০১২ সালের ১৩ এপ্রিল জয়পুরহাট জেলার পুরানাপৈল এলাকায় ফেন্সিডিল পাচারের খবর আসে জেলা গোয়েন্দা পুলিশর (ডিবি)র কাছে। এমন সংবাদে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তারেককে আটক করেন ডিবি সদস্যরা ঐ ঘটনায় সেদিনই ডিবি পুলিশ এ কর্মরত এসআই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত ২২ আগস্ট অতিঃ জেলা ও দায়রা জজ-২ আদালত বিজ্ঞ বিচারক যাবজ্জীবনের রায় প্রদান করেন। আসামী জামিন নেওয়ার পর থেকেই পলাতক ছিল ফলে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারী করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে ।