শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার শেরপুর হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / 51

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শেরপুর হাইওয়ে পুলিশ থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও এসআই খাইরুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া হাইওয়ে পুলিশ,বগুড়া রিজিয়ন পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়ার জেলা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল হরেশ্বর রায়, শেরপুর উপজেলা হাইওয়ে পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামাল শেখ, সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এ সময় স্থানীয় পরিবহন মালিক শ্রমিক ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। পরিবহন মালিক শ্রমিকদের সকল সমস্যা সমাধান করার আশ্বস্থ করেন হাইওয়ে পুলিশ সুপার। সেই সাথে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।