ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

- আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / 51

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী এমদাদুল হক জানান, সকালের দিকে মিজানুর রহমান কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মিজানুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। বাবার নাম মোজ্জাফর হোসেন। তার কয়েদি নম্বর ২০৩৯/এ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদনের শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।