রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

- আপডেট সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / 50

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন। যা গত বছরের চেয়ে প্রায় অর্ধেক কম। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮। জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৫১৭ জন।
শুক্রবার (২৮ জুলাই) শিক্ষা বোর্ডের মাধ্যমিক শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি বছর পরীক্ষার্থী ছিল দুই লাখ ৬ হাজার ৩৩০ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন দুই লাখ তিন হাজার ৬২৫ জন। পাস করেছেন এক লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। এরমধ্যে ছাত্রীর পাসের হার ৯০ দশমিক ৮ আর ছাত্রের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ।
তিনি বলেন, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একটি স্কুলে কোনো শিক্ষার্থী পাস করতে পারে নি। শতভাগ পাস করছে ১৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে। রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছর দুই হাজার ৬৮১টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। ২৬৫টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়।