কেয়ারটেকার সরকারের অধীনে নিবার্চন দিতে হবে- এটিএম মাছুম

- আপডেট সময় : ০৪:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / 61

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, অবিলম্বে এই অবৈধ সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার গঠন করে সুষ্ঠু ও অবাধ দিতে হবে। এই সরকারের দু:শাসনে সাধারণ মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। গত শুক্রবার (১৪ই জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ভার্চূয়ালি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম ও অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
এসময় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন,মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে সর্বস্ততের কর্মীদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের মানুষের মুক্তির জন্য আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলন চালিয়ে যাব।
শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, বাংলাদেশ ইসলামী ছাএশিবির বগুড়া শহর শাখার সভাপতি দেলোয়ার হোসেন।