শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় মাদক ও কাভার্ডভ্যান সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / 110

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি আভিযানিক টিম সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯৩(চারশত তিরানব্বই) বোতল ফেনসিডিল ও ০৫(পাঁচ)কেজি গাজাঁ এবং মাদকদ্রব্য ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ ১ জন আসামীকে আটক করেন। জানাযায়,
১১ জুলাই (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪ টায় শহরের চারমাথা ট্রাক টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত যুবক বগুড়া শহরের উত্তর গোদারপাড়া এলাকার মৃত ফজলু শেখের ছেলে ফটিক শেখ (৩২)। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।