শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / 113

বগুড়ার শেরপুর উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুস সাত্তার (৫৫) নামের একজন আত্মহত্যা করেছে। সে উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় নিজ বাড়ীতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। জানা যায়, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও আর্থিক অভাব অনটনে ভুগছিল। মঙ্গলবার সকালে বাড়ীতে কেউ না থাকায় গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন বুঝতে পেরে অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।