শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার সান্তাহারে ফেন্সিডিলসহ এক যুবক গ্রেপ্তার

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / 188

বগুড়ার সান্তাহারে পাঁচ বোতল ফেন্সিডিলসহ আকাশ সরকার (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আকাশ উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার রাজু সরকারের ছেলে। আজ শনিবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় একটি বসত বাড়ির ভিতরে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রদীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় আকাশ সরকারকে গ্রেপ্তাররের পর তার দেহ তল্লাশী চালিয়ে পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।