আদমদিঘীতে স্কুলছাত্রী যৌন নিপীড়নের ঘটনায় মামলা

- আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / 271

বগুড়ার আদমদীঘিতে ওয়াহেদ আলী ওরফে ধুমশা (৩৪) নামের এক লম্পট কর্তৃক এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকারের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) আদমদীঘির করজবাড়ি গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে একই গ্রামের মৃত আহমদ আলী আমোর ছেলে ওয়াহেদ আলী ওরফে ধুমশাকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানাযায় গত ২৭ জুন মঙ্গলবার সকালে উপজেলার করজবাড়ি গ্রামের ওই স্কুল ছাত্রী (১৩) প্রতিবেশি জনৈক মোস্তর বাড়িতে মুরগির ঘর পরিস্কার করতে গেলে আসামী ওয়াহেদ আলী ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। এসময় ছাত্রীটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে। এসময় লম্পট ওয়াহেদ আলী ওরফে ধুমশা পালায়। এ ঘটনা স্থানীয় ভাবে মিমাংসার কথা বলে একটি মহল কালক্ষেপন ও ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ফলে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে ভিকটিমের বাবা জানান। মামলার তদন্তকারি উপ পরিদর্শক হজরত আলী জানান আসামী গ্রেফতারে তৎপরতা চলছে।