শিরোনাম ::
নোটিশ ::
শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / 66

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। তার নাম পিন্টু পাহান (২০)। ০৭জুলাই শুক্রবার ভোররাতে উপজেলার কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিন্টু পাহান নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের পাঠানো পাহান মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের কলেজরোড এলাকায় পৌঁছালে বিপরীতগামী অপর একটি আম বোঝাই পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক পিন্টু পাহান মারা যান। হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।