বগুড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

- আপডেট সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / 187

বগুড়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন৷ দুর্ঘটনায় আহত আরোহীর পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল ইমরান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে ইমরান (৩৫)। বিষয়গুলো সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন। পুলিশের এই কর্মকর্তা বলেন রাত সোয়া ৮ টার দিকে বগুড়া মমইন ইকোপার্ক থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন আল ইমরান ও তার সাথে থাকা এক যুবক। পথিমধ্যে মাটিডালী এলাকায় রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। এসময় পেছনে থাকা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমরান মারা যান এবং মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। তিনি আরও বলেন দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ার কারনে তাদের আটক করা সম্ভব হয়নি।