নন্দীগ্রামের সেই বিধবার বাড়ীতে কুরবানীর গোস্তসহ উপহার সামগ্রী পাঠালেন সাবেক এম পি মোশারফ হোসেন

- আপডেট সময় : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / 138

সোশ্যাল মিডিয়া এবং উত্তরবঙ্গের বহুল প্রচালিত দৈনিক করতোয়া পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় মাধ্যমে বিধবা মাজেদার পরিবারের জন্য কুরবানীর গোস্ত তার ভাগ্যে জোটেনি এই খবর প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের সেই বিধবা মাজেদার বাড়ীতে গিয়ে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের প্রদত্ত কুরবানীর গোস্ত সহ নিত্য প্রয়োজনীয় মালামাল তার হাতে তুলে দেন নন্দীগ্রাম ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নরিব শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।