শিরোনাম ::
নোটিশ ::
খেলার সাথী

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / 244

তুই যে আমার ছোট্ট বেলার,
খেলার সাথী ছিলি।
এক সাথে ঘুরেছি কত,
পাড়ার ছেলেরা মিলি।
পাঠশালাতে যেতাম মোরা,
সহপাঠীরা মিলে।
ছুটি হলে আমরা সবাই,
নাইতে নামি বিলে।
বাড়ি ফিরে এসে মোরা,
খাওয়া দাওয়া শেষে।
বড়ো মাঠে খেলায় মাতি,
সকল সহপাঠী সাথী।
ঝগড়া বিবাদ করে না কভু,
মোদের মাঝে কেহ।
মিলেমিশে হাসি -খুশি,
আমরা ছিলাম যেন।
হঠাৎ করে তুই যে কোথায়,
হারিয়ে গেলি ভাই।
আজিকে বসে তোর কথা,
করছি মনে তাই।
লেখক: মাহমুদ হাচান, ডোমার, নীলফামারী।