শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় আম বাগান থেকে দিন মজুরের লাশ উদ্ধার

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / 85

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রামে ১টি আম বাগান থেকে ফেরদৌস হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৫ জুলাই) সকাল ৭ টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় একটি আম বাগানে পরিত্যক্ত লাশ এলাকাবাসী দেখে বগুড়া সদর থানায় খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। নিহত
ফেরদৌস হোসেন সে বগুড়ার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামপাড়া এলাকার মোসলেম উদ্দিন প্রামাণিকের পুত্র। সে পেশায় দিনমজুরের কাজ করতেন।
নিহতের সংবাদ নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, নিহত ফেরদৌস গতকাল মঙ্গলবার তার নিজ জেলা জয়পুরহাট থেকে কাজের সন্ধানে বগুড়া এসে ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে আম বাগানে লাশ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
তবে পুলিশ প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিক ভাবে পুলিশের এই কর্মকর্তা তা নিশ্চিত করতে পারেনি।