কাহালুর একমাত্র বিনোদন কেন্দ্র রাবেয়া পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

- আপডেট সময় : ০৫:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / 243

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার বাসস্ট্যান্ডের ১”শ গজ দক্ষিণে এই প্রথম উপজেলার মধ্যে বিনোদনের জন্য বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল রহমান ও তার ছোট ভ্ইা বীরকেদার ইউ পির প্যানেল চেয়ারম্যান মো.আনিছুল রহমান ৪ বিঘা জমির উপর রাবেয়া পার্ক এন্ড চাইনিজ রেস্টুরেন্ট স্থাপন করেন।
গত ২৬ জুন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার বাসস্ট্যান্ডের ১”শ গজ দক্ষিণেএই প্রথম উপজেলার মধ্যে বিনোদনের জন্য রাবেয়া পার্ক এন্ড চাইনিজ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উক্ত বিনোদন পার্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল মান্নান মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া পার্ক এন্ড রিসোর্ট এর সত্ত¡াধিকারী ও বীরকেদার ইউ পির প্যানেল চেয়ারম্যান মো.আনিছুল রহমান, বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, বীরকেদার ইউ পি সদস্য আনোয়ারা বেগম, আনছার আলী, মুনিরউদ্দিন, সাবেক ইউ পি সদস্য আব্দুল হাকিম সহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর থেকে এবং ঈদুল আযহার পরবর্তীতে উক্ত পার্কে সরেজমিনে গেয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। পার্কের মূল আকর্ষণ রয়েছে ছেলেমেয়েদের জন্য বিভিন্ন রাইডার যেমন নৌকা, নাগরদোলা, জ্যাস্পিং সহ আরো অনেক কিছু। এছাড়াও চাইনিজ রেস্টুরেন্টে আছে বিভিন্ন ধরনের দেশী ও বিদেশীদের জন্য উন্নত মানের খাবারের সু-ব্যবস্থা।