কাহালুর আতা বাহিনীর প্রধান আতা বার্মিজ চাকু সহ গ্রেফতার

- আপডেট সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / 130

বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান এর সার্বিক দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার রাত ১০ টায় দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবা কলমা তিনমাথা এলাকা থেকে আতা বাহিনীর প্রধান আতাউর রহমান আতা (২৭)কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করে থানা পুলিশ। সে উপজেলার শিবা কলমা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। আতার নেতৃত্বে তার বাহিনী মালঞ্চা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চাঁদাবাজি, জমিদখল, মালঞ্চা ইউ পি সদস্য আব্দুস সামাদ সহ অন্যান্য লোকজনদের মারধর সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরন করেন থানা পুলিশ।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আতার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি অস্ত্র মামলা এবং শাজাহানপুর থানায় ১টি হত্যা মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে।
অপর অভিযানে একই রাতে থানা পুলিশ কাহালু চারমাথা এলাকা থেকে বার্মিজ চাকু সহ সবুজ হোসেন (২২) নামক এক যুবককে গ্রেফতার করেন। সে কাহালু পৌর এলাকার সাগাটিয়া নয়াপাড়া গ্রামের মৃতঃ মকুল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরন করেন থানা পুলিশ।