শিরোনাম ::
নোটিশ ::
আদমদীঘিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / 107

বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুলবুল সরদার (৩৯) নামের এক যুবক নিহত হয়েছে। বুলবুল নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।
আজ শনিবার রাত ৮ টায় আদমদীঘি- আবাদপুকুর সড়কের আমতলী নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, শনিবার রাত ৮ টায় বুলবুল সরদার মোটরসাইকেল করে আদমদীঘি থেকে আবাদপুকুর যাচ্ছিলেন। এসময় আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে পৌঁছামাত্র অপরদিক থেকে আসা আরেক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪জন আহত হয়। আহতরা হলেন- পারইলের আরেজ আলী, বিশিয়ার মিলন হোসেন ও আদমদীঘির উথরাইলের তাজমিলুর হোসেন। তবে এদের মধ্য গুরুতর আহত হন বুলবুল সরদার । ওসি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত বুলবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।