বগুড়া ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
নোটিশ ::
"বগুড়া বুলেটিন ডটকম" এ আপনাকে স্বাগতম। বগুড়ার প্রত্যেক উপজেলায় ১জন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ফাঁকা উপজেলাসমূহ- সদর, শাজাহানপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম

বগুড়ায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া বুলেটিন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
  • / 83
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার দুপচাঁচিয়ায় ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (২৯ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুম মণ্ডল (৩৪)। তিনি দুপচাঁচিয়ার ডিমশহর তালুকদারপাড়ার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে। উপজেলার ট্রাকচালক সমিতির অফিস সহায়ক হিসেবে তিনি কর্মরত ছিলেন৷

ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরে স্থানীয়রা ঘাতক বড় ভাই শহীদ হাসান সুইটকে (৩৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটক শহীদ হাসান ঢাকাতে দিনমজুরের কাজ করেন। কয়েকমাস আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। শহীদের সন্দেহ ছোট ভাই মাসুমের সঙ্গে তার স্ত্রী সম্পর্কে জড়িয়ে পড়ায় তাদের ছাড়াছাড়ি হয়। এ নিয়ে বুধবার রাতে দুই ভাই সিও অফিস বাসট্যান্ড এলাকায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের কাছে থাকা ছুরি দিয়ে শহীদ মাসুমের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা মাসুমকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

ওসি আবুল কালাম আজাদ আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। শহীদকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (২৯ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুম মণ্ডল (৩৪)। তিনি দুপচাঁচিয়ার ডিমশহর তালুকদারপাড়ার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে। উপজেলার ট্রাকচালক সমিতির অফিস সহায়ক হিসেবে তিনি কর্মরত ছিলেন৷

ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরে স্থানীয়রা ঘাতক বড় ভাই শহীদ হাসান সুইটকে (৩৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটক শহীদ হাসান ঢাকাতে দিনমজুরের কাজ করেন। কয়েকমাস আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। শহীদের সন্দেহ ছোট ভাই মাসুমের সঙ্গে তার স্ত্রী সম্পর্কে জড়িয়ে পড়ায় তাদের ছাড়াছাড়ি হয়। এ নিয়ে বুধবার রাতে দুই ভাই সিও অফিস বাসট্যান্ড এলাকায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের কাছে থাকা ছুরি দিয়ে শহীদ মাসুমের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা মাসুমকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

ওসি আবুল কালাম আজাদ আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। শহীদকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে।