শিরোনাম ::
নোটিশ ::
আদমদীঘিতে লাঠি দিয়ে বৃদ্ধাকে মারধর

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / 65

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে লাঠি দিয়ে বৃদ্ধাকে মারধরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত ২৬ জুন সোমবার রাত ৯ টার সময় সাগরপুর গ্রামে আজিবর ফকির (৬০) নামের এক মুদির দোকানীকে তার দোকানের সামনে লাঠি দিয়ে মারধর করে ঐ গ্রামের কফির আলীর ছেলে নাহিদ হোসেন। বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন বর্তমান বৃদ্ধাটি চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, এই ঘটনায় নাহিদ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। কিন্তু বাদী না থাকায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।