শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন

- আপডেট সময় : ০৪:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / 48

জাতীয় অনলাইন প্রেসক্লাব এর অন্তর্ভুক্ত শেরপুর অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সহ ২১ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫ জুন রোববার জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন করেন। পূর্নাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আল ইমরান, সহ-সভাপতি এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক ইফতেখার আলম, সহ প্রচার সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ, তোফাজ্জাল হোসেন, মাহফুজ আহমেদ সাগর হাসান, সদস্য বাবলু মাস্টার, হাবিবুর রহমান,মিলন সরকার, হিমন কুমার সরকার, আবুল খায়ের, আব্দুর রাহিম।
উল্লেখ্য গত ২জুন শুক্রবার সন্ধায় শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভায় আবু জাহের কে আহবায়ক ও আব্দুল মোমিন কে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা। এতে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।