বগুড়া ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
নোটিশ ::
"বগুড়া বুলেটিন ডটকম" এ আপনাকে স্বাগতম। বগুড়ার প্রত্যেক উপজেলায় ১জন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ফাঁকা উপজেলাসমূহ- সদর, শাজাহানপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / 44
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বগুড়ায় র‍্যাবের অভিযানে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের আদিতমারী থানার দুর্গাপুরের মৃত মোজাফফর হোসেনের ছেলে ফিরোজ ইসলাম (২২) এবং একই এলাকার মৃত আজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০)। সোমবার  র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদক পরিবহন করা হচ্ছে৷ তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ সীমকার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও পিকআপটি জব্দ করে র‍্যাব। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামীরা বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান  আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
বগুড়ায় র‍্যাবের অভিযানে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের আদিতমারী থানার দুর্গাপুরের মৃত মোজাফফর হোসেনের ছেলে ফিরোজ ইসলাম (২২) এবং একই এলাকার মৃত আজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০)। সোমবার  র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদক পরিবহন করা হচ্ছে৷ তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ সীমকার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও পিকআপটি জব্দ করে র‍্যাব। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামীরা বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান  আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।