শিরোনাম ::
নোটিশ ::
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, রোহিঙ্গা যুবক আটক

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / 76

বান্দরবানে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মো. সফি (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার সুয়ালক ইউনিয়নের উত্তর কাইচতলি এলাকা থেকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মো. সফি ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। তিনি শ্রমিকের কাজ করতেন। এরমধ্যে পাশের এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোহিঙ্গা ক্যাম্পের তার স্ত্রী-সন্তান থাকার খবর পেয়ে সম্পন্ন ছিন্ন করতে চাইলে সফি তাকে ভয়ভীতি দেখায়। এরমধ্যে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
বান্দরবান সদর থানা উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।