বগুড়া ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
নোটিশ ::
"বগুড়া বুলেটিন ডটকম" এ আপনাকে স্বাগতম। বগুড়ার প্রত্যেক উপজেলায় ১জন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ফাঁকা উপজেলাসমূহ- সদর, শাজাহানপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম

বগুড়ার শিবগঞ্জে ৫ হাজার হাঁস পালন করে দিনে ৪ হাজার ডিমের টার্গেট

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
  • আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / 52
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বগুড়ার শিবগঞ্জে ৫হাজার হাঁস পালন করে দিনে ৪হাজার ডিমের টার্গেট নিয়ে ২ যুবকের পল্লীতে গড়ে ওঠা হাঁস পালন অনেকেরই দৃষ্টিনন্দন করেছে। এ থেকে মাসে  লাখ লাখ টাকা আয় হবে বলে তারা জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়,
বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের  সরকার পাড়া গ্রামের মৃত মোহাতাফ হোসেনের পুত্র সাইদুর রহমান পিজু ও মোশাররফের পুত্র জনি মিয়া আগে মুরগী খামারী হিসেবে গড়ে তুলে ছিল ১টি মুরগির শেড। বর্তমান মুরগির খাবারের দাম সহ বাজার একেক সময় একেক দাম হওয়ায়৷ তাদের অনেকটাই লোকসান গুনতে হয়েছে। এরপরই তারা বাড়ীর পাশে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন  করতে সিদ্ধান্ত নেন। বর্তমান তাদের খামারে ৫ হাজার ক্যাম্বেল জাতীয় হাঁসের বাচ্চা নিয়ে যাত্রা শুরু করেছেন। এ হাঁসগুলোর বয়স হয়েছে আড়াই মাস। আর ৩ মাস হলেই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে।
হাঁসগুলো ৩ বেলা খাবার হিসেবে প্রতিদিন ১২ মণ ধান দিতে হয়। তাদের এ খামারে ৪ জন শ্রমিক কাজ করেন। এ বিষয়ে সাইদুর রহমান পিজু বলেন, মুরগি পালনে ঝুঁকি বেশি। যেমন মুরগির পালন করলে খামারে সবসময় বিদ্যুৎ নিশ্চিত করতে হবে পাশাপাশি খাবার মজুদ রাখতে হয়। ঔষধ সহ সময় সময় খামারে তদারকি করতে হয়। আর হাঁস পালন করতে তেমন টেনশন করতে হয় না। সকালে গ্রামের অল্প জমির পানিতে উন্মুক্তভাবে ছেড়ে দিলে সেখান থেকেই তারা খাবার সংগ্রহ করে৷ যখন যে মাঠ ফাঁকা থাকে তখন সেই মাঠেই হাঁস নিয়ে যান। পিজু বলেন, হাঁস বেঁধে রেখে পালন করা ব্যয়বহুল। এ কারণে উন্মুক্তভাবে পালন করছেন।
উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে পালন না করলে খরচ বেশি হবে এবং রোগ-বালাই হবে। আমার দেখাদেখি এলাকার  মানুষ হাঁস পালন করছে বলেও তিনি জানিয়েছেন।
এজন্য তিনি সরকারি সহায়তা সহ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর সহযোগিতা কামনা করেছেন।
পল্লীতে গড়ে ওঠা হাঁস পালন অনেকেরই দৃষ্টিনন্দন করেছে প্রতিদিন এ হাঁসগুলো দেখতে মানুষ ভিড় জমায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ার শিবগঞ্জে ৫ হাজার হাঁস পালন করে দিনে ৪ হাজার ডিমের টার্গেট

আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
বগুড়ার শিবগঞ্জে ৫হাজার হাঁস পালন করে দিনে ৪হাজার ডিমের টার্গেট নিয়ে ২ যুবকের পল্লীতে গড়ে ওঠা হাঁস পালন অনেকেরই দৃষ্টিনন্দন করেছে। এ থেকে মাসে  লাখ লাখ টাকা আয় হবে বলে তারা জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়,
বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের  সরকার পাড়া গ্রামের মৃত মোহাতাফ হোসেনের পুত্র সাইদুর রহমান পিজু ও মোশাররফের পুত্র জনি মিয়া আগে মুরগী খামারী হিসেবে গড়ে তুলে ছিল ১টি মুরগির শেড। বর্তমান মুরগির খাবারের দাম সহ বাজার একেক সময় একেক দাম হওয়ায়৷ তাদের অনেকটাই লোকসান গুনতে হয়েছে। এরপরই তারা বাড়ীর পাশে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন  করতে সিদ্ধান্ত নেন। বর্তমান তাদের খামারে ৫ হাজার ক্যাম্বেল জাতীয় হাঁসের বাচ্চা নিয়ে যাত্রা শুরু করেছেন। এ হাঁসগুলোর বয়স হয়েছে আড়াই মাস। আর ৩ মাস হলেই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে।
হাঁসগুলো ৩ বেলা খাবার হিসেবে প্রতিদিন ১২ মণ ধান দিতে হয়। তাদের এ খামারে ৪ জন শ্রমিক কাজ করেন। এ বিষয়ে সাইদুর রহমান পিজু বলেন, মুরগি পালনে ঝুঁকি বেশি। যেমন মুরগির পালন করলে খামারে সবসময় বিদ্যুৎ নিশ্চিত করতে হবে পাশাপাশি খাবার মজুদ রাখতে হয়। ঔষধ সহ সময় সময় খামারে তদারকি করতে হয়। আর হাঁস পালন করতে তেমন টেনশন করতে হয় না। সকালে গ্রামের অল্প জমির পানিতে উন্মুক্তভাবে ছেড়ে দিলে সেখান থেকেই তারা খাবার সংগ্রহ করে৷ যখন যে মাঠ ফাঁকা থাকে তখন সেই মাঠেই হাঁস নিয়ে যান। পিজু বলেন, হাঁস বেঁধে রেখে পালন করা ব্যয়বহুল। এ কারণে উন্মুক্তভাবে পালন করছেন।
উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে পালন না করলে খরচ বেশি হবে এবং রোগ-বালাই হবে। আমার দেখাদেখি এলাকার  মানুষ হাঁস পালন করছে বলেও তিনি জানিয়েছেন।
এজন্য তিনি সরকারি সহায়তা সহ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর সহযোগিতা কামনা করেছেন।
পল্লীতে গড়ে ওঠা হাঁস পালন অনেকেরই দৃষ্টিনন্দন করেছে প্রতিদিন এ হাঁসগুলো দেখতে মানুষ ভিড় জমায়।