কাহালু উপজেলাকে মাদক মুক্ত করতে নিরালস ভাবে কাজ করছে ওসি মাহমুদ হাসান

- আপডেট সময় : ০৪:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / 54

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কাহালু উপজেলাকে মাদক মুক্ত করতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান।
এছাড়াও কাহালু উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে ওসি মো. মাহমুদ হাসান এর দিক-নির্দেশনায় কাহালু পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নে থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আইজি স্যারের নির্দেশ বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। যেহেতু আমি কাহালু থানার দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে কাহালু উপজেলাকে মাদক মুক্ত করার জন্য আমি সহ থানার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, ইতিপূর্বে আমি যখন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) থাকাকালীন সময়ে কাহালু বাসী আমাকে যেভাবে সার্বিক সহযোগীতা করেছিলেন সেই রকম সার্বিক সহযোগিতা এখন পেলে আমি কাহালু উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করবো ইনশা আল্লাহ। উল্লেখ্য যে, মাহমুদ হাসান কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) থাকাকালীন সময়ে চাঞ্চল্যকর হত্যা মামলা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন করে আসামীদের ধরতে সক্ষম হয়েছিলেন।