শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার সান্তাহারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আনছার সদস্যের মৃত্যু

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / 96

বগুড়ার আদমদীঘির সান্তাহারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরাজুল ইসলাম (৬২) নামের এক আনছার সদস্য ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………..রাজিউন)। তিনি সান্তাহার ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল রানার বাবা। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়নের ঢেকড়া গ্রামে নিজ বাড়িতে মারা যান। ওই দিন বাদ মাগরিব ঢেকড়া স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি সমাজ খান, সাধারন সম্পাদক আব্দুল হাই সিদ্দীক, যুবলীগ নেতা ও ইউপি সদস্য সাইদুল ইসলাম ও তানজিম মাহমুদ ফারুক হোসেনসহ আরো অনেকে।