বগুড়ার সান্তাহারে ভিজিএফের ১৪ বস্তা চাল জব্দ

- আপডেট সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / 94

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এই অভিযান পরিচালনা করেন। বুধবার (২১ জুন) সকাল থেকে সান্তাহার পৌরসভায় পবিত্র ইদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল। দরিদ্র মানুষকে দেয়া চাল সান্তাহার নতুন বাজারের কয়েকটি দোকানে কেনা-বেচা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চাল ব্যবসায়ী ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তা এবং একই বাজারের অপু মণ্ডলের দোকান থেকে পাঁচ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়। তবে দোকান মালিকদের কোনো দণ্ড দেওয়া হয়নি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা বলেন, চাল ব্যবসায়ীরা তাকে বলেছেন না জেনে তারা এসব চাল কিনেছেন। এ কারণে তাদের কোনো দণ্ড দেয়া হয়নি। জব্দ করা চাল উপজেলায় রাখা হয়েছে।