কাহালুতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / 80

বুধবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুুর্ণামেন্ট অন্তঃ ইউনিয়ন ও পৌরসভা বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু থানা অষিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম,কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, কাহালু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সুলতান আলী কবিরাজ, সহ-সভাপতি মো. আব্দুর রহিম সরদার, কাহালু তাইরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলামুদি দর্শকবৃন্দ।
বঙ্গবন্ধু ফাইনাল ফুটবল খেলায় টাইব্রেকারে কাহালু সদর ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে কাহালু পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গমাতা ফাইনাল ফুটবল খেলায় নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে কাহালু তাইরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করে গোলাম মোস্তফা। তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম মুক্তার ও জাফারিয়া। ধারা ভাষ্যকার ছিলেন আল আমিন।