নির্বাচন কমিশনার পরিচয়ে প্রার্থীকে ফোন, গ্রেফতার ১

- আপডেট সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / 70

নির্বাচন কমিশনার পরিচয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) রাতে রাজধানীর শেখেরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গিয়াস উদ্দিন (৪৫) কক্সবাজারের মহেশখালী থানার পুটিবিলা এলাকার কবির আহমেদের ছেলে।
শনিবার (১৭ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার আনিসুর রহমান।
তিনি বলেন, নির্বাচন কমিশনার পরিচয় দেওয়া গিয়াস উদ্দিন একজন পেশাদার প্রতারক। শুধু রাজশাহী নয় এর আগেও দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন কেন্দ্র করে সে প্রতারণা করে আসছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, গিয়াস ঢাকায় একটি আইটি ফার্মে কাজ করতো। প্রযুক্তিগত বিষয়ে তার ভালো দক্ষতা থাকায় সে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের ফোন করে সে প্রতারণা করতো। এর আগেও প্রতারণার দায়ে সে পুলিশের হাতে আটক হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
জানা গেছে, গত ৮ জুন রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর কাছে ফোন করে তাকে অর্থের বিনিময়ে নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দেন গিয়াস। এরই পরিপ্রেক্ষিতে ওই প্রার্থী নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন। সেই মামলায় শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।