গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

- আপডেট সময় : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / 112

শনিবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ কোটি ১০ লক্ষ ৩২ হাজার ৬০০শত ১০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্ত্বে বাজেট ঘোষণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। ইউপি সদস্য মাহমুদ্দুন নবী অটলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, নাড়ুয়ামালা ইউপি সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য রাকিবুল হাসান রকি, ইকবাল হাসান সবুজ, হৃদয় হাসান গোলজার, আলফাজুর শাহ, মোজাম মিয়া, ফরিদ উদ্দিন রঞ্জু, শহিদুল ইসলাম, সুরাইয়া আক্তার, দুলালী বেগম, আনু বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী খান, সাধারণ সম্পাদক শাহানুর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল বাজেট ঘোষণা করেন।