শিরোনাম ::
নোটিশ ::
সিরাজগঞ্জে বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / 130

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ফজলুল হক রোডের রিপন শেখের স্ত্রী মুরশিদা খাতুন (২২) ও তার সন্তান নিহান ইসলাম(৬মাস)। অপর জনের পরিচয় এখনো জানাযায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারাযায় । আহত অবস্থায় সিএনজির অপর চার জন যাত্রিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধিন অবস্থায় মা ও মেয়ে মারা যায়।