শিরোনাম ::
নোটিশ ::
সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনে-দুপুরে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / 112

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতালে সূত্রে জানা যায়,হাসপাতালে সংঘবদ্ধ ডাকাতদল স্টাফ কোয়ার্টারটির দ্বিতীয় তলায় নার্সিং সুপারভাইজার শাহনাজ সুলতানার এ্যাপার্টমেন্টের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমেরি, ড্রেসিং টেবিল ও ওয়্যারড্রব ভেঙ্গে নগদ প্রায় দেড়লাখ টাকা,অফিসের কাগজপত্র, ১টি এন্ড্রুয়েড মোবাইল ও সোয়া ৬ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায়।
ঘটনার শিকার নার্সিং সুপারভাইজার শাহনাজ সুলতানা জানান, ‘আমি ঘটনার সময় হাসপাতালে দায়িত্বরত ছিলাম আর আমার স্বামী অন্য কাজে বাসার বাইরে ছিল।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানিয়েছেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ঘটনার শিকার নার্সিং সুপারভাইজার শাহনাজ সুলতানা জানান, ‘আমি ঘটনার সময় হাসপাতালে দায়িত্বরত ছিলাম আর আমার স্বামী অন্য কাজে বাসার বাইরে ছিল।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানিয়েছেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।