কাহালুতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

- আপডেট সময় : ০৬:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / 48

বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উক্ত বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ, বগুড়া গোপনীয় শাখার সহকারী কমিশনার গাজী মুয়িদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবু মুছা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব হাসান, ইফতেখার রসুল সিদ্দিক, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।