কাহালুতে কৃষি যন্ত্রপাতির সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর

- আপডেট সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / 52

সোমবার বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসের পুরাতন ভবনের কাছে ”সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংরক্ষণাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, মোছা. রওশন আরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মো. মনোয়ার হোসেন খোকন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব হাসান, ইফতেখার রসুল সিদ্দিক, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা।