শিরোনাম ::
নোটিশ ::
বগুড়া সান্তাহারে দেশ বাঁচাতে তারুণ্যেও সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / 128

আজ রোববার বিকেল ৫টায় সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টার এ্যান্ড পার্কে আদমদীঘি উপজেলা যুবদল ও সান্তাহার পৌর যুবদলের যৌথ আয়োজনে আগামী ১৯ জুন বগুড়ায় দেশ বাঁচাতে তারুণ্যেও সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সান্তাহার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জিয়া পরিষদের সভাপতি মাহাফুজুল হক টিকন। বক্তা হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, উপজেলা সেচ্ছসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সান্তাহার পৌর সেচ্ছসেবক দলের আহবায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পৌর সেচ্ছসেবক দলের সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ সনি, যুবদল নেতা মাহমুদুল আলম, বেলাল হোসেন, রিপন হোসেন, রাশেদ, রুবেল, ছাত্রদল নেতা রবিন হোসেন, আব্দুল আজিজ, সোয়াইব হোসেন প্রমুখ।