শিরোনাম ::
নোটিশ ::
নন্দীগ্রামে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০১:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / 148

বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক শাহাবুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।
শনিবার (১০ জুন) সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, একটি মাছ বোঝাই সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালক মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।