বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

- আপডেট সময় : ১০:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / 127

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী নামক বাসস্ট্যান্ডের অদূরে আজ শনিবার সকালে দুই ট্রাকের সংঘর্ষে অপর ট্রাকের ট্রাইভার নিহত হয়েছেন। ট্রাকের ড্রাইভার মিলন (৪৫) নিহতসহ হেলপার শহিদুল ইসলাম (৫০) আহত হয়েছে। জানা যায় যে ঘটনার দিন আজ শনিবার সকালে( ৯ জুন) নওগাঁগামী ধান বোঝাই একটি ট্রাক চৌমুহনী বাসস্ট্যান্ড সংলগ্ন কাছেমুল উলুম কওমী মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে ছিলো। এ সময় পিছন থেকে আসা সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকের ড্রাইভার নওগাঁ সদরের রেজিষ্ট্রিপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে মিলন (৪৫) ও হেলপার নওগাঁ বোয়ালিয়ার গ্রামের মৃত মীর মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৫০) গুরুতর আহত হন। তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেচিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার মিলন মারা যায়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাকই পুলিশ হেফাজতে রয়েছে। উক্ত ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।