বগুড়া ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
নোটিশ ::
"বগুড়া বুলেটিন ডটকম" এ আপনাকে স্বাগতম। বগুড়ার প্রত্যেক উপজেলায় ১জন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ফাঁকা উপজেলাসমূহ- সদর, শাজাহানপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম

আমার গ্রাম

বগুড়া বুলেটিন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / 70
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ছোট্ট হলেও গ্রামটা মোদের
 সকল গ্রামের সেরা,
সোনার তৈরী এ গ্রাম
মায়া মমতায় ঘেরা।
সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট
দেখতে লাগে বেশ,
গ্রামের এ রুপ যে কভু
দেখা হয়না শেষ।
কাঁকড়া বিলের পাশে এ গ্রাম
ঝিনের বিল ও আছে মিশে,
মাছ ধরতে ব্যস্ত জেলে
কৃষকও ফসল চাষে।
ছোট্ট ছোট্ট পুকুর আছে
এই গ্রামেরও মাঝে,
সেথায় সবাই সাঁতার কাটে
সকাল বিকাল সাঁজে।
এই গ্রামেতেই জরিয়ে আছে
আমার রঙ্গীন শৈশব,
জানি কখনো পাবো না আর
হারানো দিন ঐসব।
তবু যে প্রেম কমেনা
এ গ্রামেরও প্রতি,
হাজার বছর থাকবে অটুট
আমার এ গ্রামের স্মৃতি।

লেখক: রবিউল ইসলাম জিবলু,গাবতলি, বগুড়া

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমার গ্রাম

আপডেট সময় : ০২:০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
ছোট্ট হলেও গ্রামটা মোদের
 সকল গ্রামের সেরা,
সোনার তৈরী এ গ্রাম
মায়া মমতায় ঘেরা।
সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট
দেখতে লাগে বেশ,
গ্রামের এ রুপ যে কভু
দেখা হয়না শেষ।
কাঁকড়া বিলের পাশে এ গ্রাম
ঝিনের বিল ও আছে মিশে,
মাছ ধরতে ব্যস্ত জেলে
কৃষকও ফসল চাষে।
ছোট্ট ছোট্ট পুকুর আছে
এই গ্রামেরও মাঝে,
সেথায় সবাই সাঁতার কাটে
সকাল বিকাল সাঁজে।
এই গ্রামেতেই জরিয়ে আছে
আমার রঙ্গীন শৈশব,
জানি কখনো পাবো না আর
হারানো দিন ঐসব।
তবু যে প্রেম কমেনা
এ গ্রামেরও প্রতি,
হাজার বছর থাকবে অটুট
আমার এ গ্রামের স্মৃতি।

লেখক: রবিউল ইসলাম জিবলু,গাবতলি, বগুড়া