শিরোনাম ::
নোটিশ ::
নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

মামুন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / 115

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রথমদিন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতি এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুণ্ড, ডা. এসএম আরাফাত, ডা. সামিউল হক, মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।