কাহালুর ২৮টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যান্মাসিক সামষ্টিক পরীক্ষা শুরু

- আপডেট সময় : ০৩:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / 89

বুধবার বগুড়ার কাহালু উপজেলার ২৮ টি উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রমের আলোকে ছাত্র-ছাত্রীদের যান্মাসিক সামষ্টিক পরীক্ষা শুরু হয়েছে।
কাহালু উপজেলার মধ্যে অন্যতম বিদ্যাপিঠ অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্র বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রমের আলোকে যান্মাসিক সামষ্টিক পরীক্ষায় ৮”শ ৪৭ জন ছাত্র/ছাত্রীরা উৎসব মূখর পরিবেশে অংশ গ্রহন করেছেন।
অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান প্রামানিক এর সাথে কথা বলা হলে তিনি জানান, করোনায় ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষে নিতে সরকারের নতুন শিক্ষাক্রমের আলোকে ছাত্র/ছাত্রীদেরকে লেখাপড়ায় মনোনিবেশের জন্য আমরা আন্তরিক ভাবে চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নুরুন্নবী, ইকবাল হোসেন, ছহির উদ্দিন মিঠু সহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।