শিরোনাম ::
নোটিশ ::
বগুড়া সদরের নিশিন্দারা ইউপির জামাই মেলার জুয়ার আসর থেকে আটক ২

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / 115

রবিবার বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে মধুমাস উপলক্ষে ২দিন ব্যাপী জামাই মেলা। মেলা থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিম পাশে নুনগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে ০২ জনকে আটক করে বগুড়া সদর থানা পুলিশের একটি দল। এতে করে মেলাতে আসা দর্শনার্থীদের মধ্য স্বস্তি বিরাজ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রবিবার নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছিলো জামাই মেলা। আর এই মেলা উপলক্ষে কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসিয়ে জমজমাট জুয়া চালিয়ে যাচ্ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর (এস আই) শামীম আহমেদ এর নেতৃত্বে এএসআই ওমর ফারুক ও এএসআই মহসীন আলী সহ স্থানীয় গ্রামপুলিশের সহযোগিতায় জুয়ার আসরে অভিযান চালায়।
এসময় জুয়া খেলার সরঞ্জাম সহ দুজন জুয়াড়িকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো ১। ইমরান হোসেন (২৪), পিতাঃ মোঃ মুনসুর আলী, ২। রিপন হোসেন, পিতাঃ আফজাল হোসেন। তারা দুজনেই বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা পুর্বপাড়া গ্রামের বাসিন্দা। মেলাতে আগত দর্শনার্থীরা এই জুয়ার আসর দেখে হতভম্ব হয়ে পড়ে। ছোট শিশুরা জুয়ার আসর দেখিয়ে প্রশ্ন করতে থাকে, বাবা/চাচা এইখানে কি খেলা হচ্ছে??
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে জামাই মেলা চলাকালীন সময়ে বিদ্যালয়ের পিছনে তারা জুয়ার আসর বসিয়ে ছিলো। পরে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে। গতকাল (রবিবার) রাতেই তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে”।