কাহালুতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

- আপডেট সময় : ০৩:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / 103

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার দুপুরে বগুড়ার কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাহালু হইতে বিবিরপুকুর পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার ধারে ৪”শ পিচ তালগাছ রোপণের উদ্বোধন করা হয়েছে।
উক্ত তালগাছ রোপণের উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, শাহ মো মাসুদ হাসান রনজু, নেছার উদ্দিন, মাওঃ আব্দুল জলিল, কাহালু কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান, ্ইফতেখার রসুল সিদ্দিক, উপ-সহকারী কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা প্রমূখ। তালগাছ লাগানের পূর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়