শিরোনাম ::
নোটিশ ::
কাহালুতে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু

আব্দুল মতিন, কাহালু(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / 110

সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার পানদিঘী গ্রামে পুকুরের সাবমার্সিবল মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে রহমত আলী (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। রহমত আলী পানদিঘী গ্রামের হেদায়েত আলীর পুত্র।
জানা গেছে ঘটনার দিন রহমত তার একটি পুকুরে মাছ চাষের জন্য সাবমার্সিবল মেরামত করছিলেন। এ সময় সাবমার্সিবলের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তাকে কাহালু হাসপাতালে আনা হলে প্রথমে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
কাহালু হাসপাতালের কর্তব্যরত ডাঃ নুসরাত জাহান জানান, ইসিজির করে রিপোর্টে দেখা গেছে সে মারা গেছেন