গাবতলী উপজেলাকে ভুমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা

- আপডেট সময় : ০৫:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / 113

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বগুড়ার গাবতলী উপজেলা ভুমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে ৪ জুন রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা যৌথ কমিটির সভা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমীন। ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার এবং এ্যাসিল্যান্ড মাহমুদুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন, ইউপি চেয়ারম্যান এ্যাড. রফিকুল ইসলাম, শহীদুল কবীর টনি, আ: ওহাব মন্ডল, রোকন তালুকদার, আ: মজিদ, মজিবর রহমান আলতাব, আব্দুল গফুর, ইউনুছ আলী ফকির, আ: রশিদ, শহীদুল ইসলাম বাবু, ফারুক আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চান্দু, প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার উপস্থিত ছিলেন।