গাবতলীতে সন্ত্রাসীদের মারপিটে নশিপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মান্নান আহত

- আপডেট সময় : ০৬:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / 101

বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান (৫০) সন্ত্রাসীদের মারপিটে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলাধীন নশিপুর ইউনিয়নের হোড়ারদিঘী গ্রামের মৃত ছাদেক হোসেন মন্ডলের ছেলে আব্দুল মান্নান গত ৩জুন শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মোটর সাইকেল যোগে বাগবাড়ী হইতে হোড়ারদিঘী চারমাথা নামক স্থানে পাঁকা রাস্তার উপর পৌছালে পূর্ব শত্রæতার জের ধরে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পথরোধ করিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন মান্নান গালিগালাজের কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা আরা ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুসি লাথিসহ এলোপাথারীভাবে মারপিট
করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুঁলা জখম মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত করে। সাথে থাকা মোটর সাইকেল ভাংচুর করে অনুমান ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে এবং প্যান্টের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা তারা বাহির করে নেয়। আশাপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাসের ভয়ভীতির হুমকি প্রদান করে পালিয়ে যায়। মারপিটে মান্নান গুরুত্বর আহত হওয়ায় আশেপাশের লোকজন তাকে সিএনজি যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। এ ঘটনায় আব্দুল মান্নান নিজেই বাদী হয়ে হারুন মিয়া, সাজ্জাদুর রহমান স্বাধীন, শহিদুল ইসলামের নামে ৪ই জুন রবিবার গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি ডিউটি অফিসার এস আই মিথুন রহমান নিশ্চিত করেছেন।