বগুড়া র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেপ্তার ১

- আপডেট সময় : ১১:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / 112

বগুড়ায় র্যাব-১২ সিপিসি-৩ গোপন সোমবাতের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ছাবেদ আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার বগুড়া টু নাটোর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার উত্তর কুমড়পুরের মৃত আব্দুল ছালামের ছেলে। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব-১২ বগুড়ার একটি টিম নন্দীগ্রামের বগুড়া-নাটোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছাবেদ আলীকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি ট্রাক, ১ টি মোবাইল, ১ সিম কার্ড জব্দ করা হয়।র্যাব ১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদীন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। বৃহস্পতিবার ভোরে তাকে গাঁজাসহ আটক করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।