শিরোনাম ::
নোটিশ ::
নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্রের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মামুন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / 108

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্তের বড় ভাই আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র মহন্ত (৬৫) অসুস্থজনিত কারণে বৃহস্পতিবার (১ জুন) রাতে নন্দীগ্রাম হিন্দুপাড়াস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার কুচাইকুড়ি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানসহ আরো অনেকেই।